ইউটিউবিং কেন করবেন?





চাকরির বাজার ভালো, কাউকে এই কথা বলতে খুব একটা শুনা যায়না।  সবসময়ই এই বাজারটা মন্দ থাকে। তবে এর মাঝে আবার নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়।  নিজের যোগ্যতা ভালো হলে এই বাজার তার কাছে ভালোই হয়।  এখন আসি যোগ্যতা নিয়ে-- যোগ্যতা আসলে একেকজনের একেক রকম। প্রশ্ন হচ্ছে, আপনি কিসে যোগ্য। ভিন্ন ভিন্ন পেশায় যেমন - ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন হয় তেমনি ইউটিউবিং করার জন্য এক ধরণের বিশেষ যোগ্যতার প্রয়োজন। আপনি যদি এই যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে নিশ্চিন্তে  ইউটিউবিং শুরু করতে পারেন। প্রশ্ন করতে পারেন- কেন করবেন?
 
এই কারণে করবেন যে--আপনি টাকা পাবেন.... তাই করবেন। সত্যি টাকার জন্য করবেন কিন্তু চাকরির মতো আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। এক কথায় আপনি টাকার জন্যই ইউটিউবিং করবেন।
 



এই সময়ে এসে এমন প্রশ্ন করাটাই বোকামি যে আমি ইউটিউবিং কেন করবো? অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাইলে আপনাকে আলাদা কিছু করতেই হবে।  যা আপনাকে অন্যদের থেকে একটু এগিয়ে রাখবে। ইউটিউব এমন একটা প্লাটফর্ম যা ওপেন ইউনিভার্সিটির মতো কাজ করে। কি নাই যা আপনি চান। তাই এখানে শিখতে আর শিখাতে দুটোই সহজ যদি আপনি এর জন্য তৈরী হতে পারেন।      
 
ইউটিউব করতে এসে যেটা হবে সেটা হচ্ছে এখানে কাজ করলে ডিজিটালি আপনি অনেক কিছু শিখতে পারবেন।  মোটকথা আসলে ইন্টারনেট বাজারটা অনেক গভীর, শুধু গভীর বললে ভুল হবে,  মানে এর কোনো শেষ নেই। আশা করি আপনাকে আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনাকে আর প্রশ্ন করতে হবেনা যে , ইউটিউবিং কেন করব?


নবীনতর পূর্বতন