ক্যারিয়ার হিসেবে ইউটিউব কেমন?


Youtube career


টাকা ইনকাম করা এত সহজ না। সেটা যেখানেই হোক। ক্যারিয়ার বলতে আপনি কি বুঝেন? সহজে আমরা যেটা মনে করি- যে যত বেশি টাকা আর্ন করতে পারে তার ক্যারিয়ার ততই উজ্জ্বল। আপনি যদি এমনটাই মনে করেন তাহলে আমি বুঝে নেবো আপনি আসলেই পরিশ্রমী একজন মানুষ।  আপনি নিজেই বলুন- আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে  ক্যারিয়ারে আছেন তাতে আপনার স্যালারি কত? এখন যে টাকা পান তাতে আপনার কত সময় যাচ্ছে , কত কষ্ট হচ্ছে  এবং কতটা সহজ ভাবে আপনি কাজটা করতে পারছেন।  আশা করি এর উত্তর আপনার কাছে আছে।  


এখন আসেন ইউটিউব ক্যারিয়ার নিয়ে কথা বলা যাক।  এক কথায় যদি শুনতে চান তাহলে আপনি নিজেরটা বুঝতে পারবেননা।  আমারটা আপনাকে বুঝতে হবে। আর আমারটা বুঝে আপনার লাভ নেই। আমি হয়তো 'হ্যা' অথবা 'না' বলবো কিন্তু আপনার যোগ্যতা আমার চেয়েও বেশি হতে পারে? এভাবে এক চেটিয়া এক  কথায় উত্তর না শুনে- নিজেই বুঝে শুনে সিদ্ধান্ত নিলে ভালো হবে।

৯টা - ৫টা চাকরি করার পর মাস শেষে যেমন আপনি স্যালারি পান...ইউটিউব ক্যারিয়ারেও এরকম সময় দিলে এখানেও একটা ভালো স্যালারি পাওয়া সম্ভব। অফিস যেভাবে মেইনটেইন করেন এখানেও সেভাবে সবকিছু ঠিকঠাক মত করতে হবে। এখন প্রশ্ন--আপনি কতটুকু পারবেন?

নবীনতর পূর্বতন