খোলামেলা পোশাক ধারী মেয়েরা মানুষ হিসেবে কেমন হয়?




একটু এলোমেলো..মানে খোলামেলা..মানুষ সম্পর্কে আগ্রহ স্বাভাবিকের চেয়ে বেশিই থাকে।  ইসলামিক মানুষিকতার মানুষের কাছে এই ব্যাপারটি আরো বেশি গুরুত্ব বহন করে। একজন নারী কিভাবে পোশাক পরবে এটা একান্তই তার বেপার।  যদিও ইসলাম তা কখনোই মানবেনা।  কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সারা বিশ্বেই নারী স্বাধীনতার স্লোগান খুবই সোচ্চার। সেই ধারাবাহিকতায় নারী এখন অনেকটাই ছন্নছাড়া।

পশ্চিমা কালচারের কাছে খোলামেলা পোশাক পরা তেমন খারাপ ভাবে দেখা হয়না। কারণ সেখানে সবকিছুই সবভাবে করা যায়।  স্বাভাবিক কালচার তথা সুস্থ সুন্দর মানুষিকতার  ব্যক্তির কাছে  খোলামেলা পোশাক পরা কখনই পছন্দ হতে পারেনা।  আর যারাই এই মানুষগুলোকে একটু আলাদা ভাবে চিন্তা করেন তাদের কাছে এদের সম্পর্কে নানা প্রশ্ন জাগে। বিশেষ করে মেয়েদের খোলামেলা পোশাক নিয়ে একটু বেশিই কিউরিসিটি থাকে। অনেক প্রশ্নের মাঝে একটা প্রশ্ন : খোলামেলা পোশাক ধারী মেয়েরা মানুষ হিসেবে কেমন হয়?

প্রকৃত মানুষ হিসাবে একজন মানুষ কিভাবে গড়ে উঠবে এটা অনেকটাই পরিবার আর সমাজ দায়ী। এই পরিবার আর সমাজ যদি বদলাতে না পারি তাহলে মানুষকে মানুষ হিসাবে আশা করা ঠিক না।    

নবীনতর পূর্বতন