ই কমার্স ব্যবসায় কিভাবে সবার সাথে টেক্কা দিতে হবে?

 




বর্তমানে ব্যবসার ধরণ অনেকটাই পাল্টে গেছে। আপনি যদি ব্যবসা করবেন অথবা করছেন, তাহলে কিন্তু অন্যদের চেয়ে একটু বেশিই টেকনিকেলি এগিয়ে থাকতে হবে। এখন যেভাবে সবাই একই ব্যবসার দিকে ঝুকে পড়ছে তাতে একটু ব্যতিকক্রমী  না হলে চলবেনা।  সবাই যে ধরণ নিয়ে কাজ করে সেরকম কিছু করতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনার একটু ব্যতিক্রম না হলে চলবে না। 

আপনি এখন যে ব্যবসায় আছেন, মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন। সেটা কি ধরণের, কতদিন থেকে করছেন। সব কিছু মাথায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। ধরে নেওয়া যাক, আপনি মেয়েদের পোশাক বিক্রি করছেন, মানে আপনি থ্রি-পিস নিয়ে কাজ করছেন। এখন আপনি টানা কয়েক বছর থেকে এই একই রকম জিনিস বিক্রি করছেন, কিন্তু আপনি যেমন চাচ্ছেন তেমন সেল হচ্ছেনা।  মানে প্রথম দিকের তুলনায় আপনার সেল কমে যাচ্ছে।  

সমস্যাটা কিন্তু এখানেই, আপনি যতদিন থেকে ব্যবসা করছেন ততদিনে আরো অনেকেই এই ব্যবসা আরম্ভ করেছে। মানে আপনার অনেক প্রতিযোগী সৃষ্টি হয়েছে।   

নবীনতর পূর্বতন