আপনি কি ভাবছেন আজ থেকে ইউটিউবে কাজ শুরু করবেন, তাহলে এই লেখাটি আপনার জন্য। আসলেই কি ইউটুউবিং করে টাকা কামানো যায়, এর চলার পথ কতটা সহজ, নাকি কঠিন! এর সব উত্তর পাবেন আজকে।
সত্যি কথা, এই সময়ে এসে ইউটিউবিং করা অনেক কঠিন। যদি আপনি নতুন কিছু আবিষ্কার করতে না পারেন। নতুন কিছু মানে, ইউটিউবে যা নিয়ে ভিডিও নাই.. সে রকম কোনো কিছু। এই লেখাটি আমি লিখছি অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে। যেন কারো অযথা সময় নষ্ট না হয়। কারণ আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। আবার আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে একদিন সুদিন দেখবেন। সব কিছু বাদ দিয়ে শুধু ইউটিউবিং করবেন এটা সম্পূর্ণ ভুল। কিন্তু আবার ভুলনা। যদি আপনার পিছুটান না থাকে মানে সংসার কিভাবে চলবে সে চিন্তা মাথায় না আসে। ইউটিউবিং করতে প্রথম শর্ত আপনাকে একজন শিল্পী হতে হবে..মানে কিছু আবিস্কারক। এটা যদি মাথায় না আসে তাহলে আপনার এ পথে না আসাই ভালো শুধু আপনি দর্শক হয়েই থাকেন..এটাই আপনার জন্য ভালো হবে। অনেকের কাছে শুনেছেন ইউটিউবিং করে হাজার হাজার টাকা কামাই করে অথবা ইউটিউব থেকে কিভাবে টাকা আসে এই চিন্তা মাথায় আসলে আপনি উপরে যে লেখাগুলো পড়েছেন তা সব আপনার জন্য।
আপনি কতটুকু যোগ্য?
এবার আসি.. সফলভাবে ইউটিউবিং করতে আপনাকে কি কি যোগ্যতার অধিকারী হতে হবে--
১. একজন প্রকৃত শিল্পী বা আবিস্কারক
২. টেকনোলোজি (সফটওয়্যার ) সম্পর্কে সঠিক ধারণা
এর মধ্যে আছে--
* গ্রাফিক্স ডিজাইন
* অডিও এডিটিং
* ভিডিও এডিটিং
৩. ইন্টারনেট ব্রাউজিংয়ের এপিট ওপিট
ভাবছেন এগুলো জানলেই আপনি সফল হবেন... না , ভুল....সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য্য। ধৈর্য্য সহকারে আপনি যদি কাজ করতে পারেন তাহলে এই প্লাটফর্মে এগিয়ে যেতে পারেন। ইউটিউবিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এটা কিন্তু সত্যি। এই পর্যায়ে যেতে হলে আপনাকে নিজে নিজেই অনেক টেকনিক ইউজ করতে হবে, যেগুলো আসলে শিখিয়ে শিখিয়ে হয়না। কাজ করতে করতে এগুলো ব্যবহার করতে হয়।
ধরা যাক উপরে সবগুলো কাজই আপনি জানেন কিন্তু কোন বিষয় নিয়ে কাজ করবেন বুজতে পারছেন না। এটা কঠিন কিছু না আবার অনেক কিছু। আমার মনে হয় আপনি যদি কিছু দিন ঘাটাঘাটি করেন তাহলে নিজেই বের করতে পারবেন। আর যদি না পারেন তাহলে কি করবেন। উপায় একটা আছে সেটা হলো আপনার কাছে সবচেয়ে ভালো লাগে এমন কিছু নিয়ে কাজ করা, আপনার পছন্দের এমন অনেক বিষয় আছে যা আপনি কয়েকটা দেখে আপনি ইউনিক কিছু করতে পারেন।
ইউটিউবে যদি আপনি একেবারেই নতুন কিছু নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি রাতারাতি এগিয়ে যেতে পারবেন। খুব বেশি কিছু না জানলেও হবে। যদি মনে করেন আপনার নতুন কিছু আছে, নিশ্চিন্তে এখনই ঝাঁপিয়ে পড়ুন। যতো বাধাই আসুক। আর সময় নেই...আপনাকে এগিয়ে যেতে হবে, দেখিয়ে দিতে হবে বিশ্বকে...যে, আপনিও কিছু একটা....
এখান থেকে নিচের অংশ আপনার আর না পড়লেও হবে যদি আপনি ইউটিউবার না হতে চান। যদি হতে চান তাহলে আরো কিছু বিষয় আপনাকে জানতে হবে। ইউটিউব নিয়ে ইন্টারনেটে অনেক রকমের ভিডিও আছে। সবচেয়ে ভালো হয় এগুলো দেখে শেখা। তারপরেও যদি আপনি না পারেন তাহলে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখান থেকে আপনি শিখে নিতে পারেন।
